logo

Minar Academy — মাদ্রাসা শিক্ষায় আপনার স্মার্ট পার্টনার

Minar Academy হলো বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ই-লার্নিং প্ল্যাটফর্ম, যা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি। আমরা প্রযুক্তি ও শিক্ষার মেলবন্ধনে বিশ্বাস করি—যেখানে একজন শিক্ষার্থী কেবল পাঠ্যপুস্তকের গণ্ডিতেই আটকে থাকবে না, বরং নিজেকে গড়ে তুলবে আত্মবিশ্বাসী, দক্ষ ও ভবিষ্যতপ্রস্তুত একজন মানুষ হিসেবে।

Team Minar Academy

আমাদের গল্প

জেনারেল শিক্ষার জন্য অসংখ্য ডিজিটাল প্ল্যাটফর্ম থাকলেও, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য তেমন কিছু নেই। তাই কি তারা পিছিয়ে থাকবে?

আমরা বিশ্বাস করি, শিক্ষা মানে শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়; শিক্ষা মানে একজন শিক্ষার্থীকে আত্মবিশ্বাস, প্রযুক্তি-দক্ষতা আর নৈতিকতার সঙ্গে গড়ে তোলা।

সেই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছে Minar Academy — দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ই-লার্নিং প্ল্যাটফর্ম, যা বিশেষভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য তৈরি। লাইভ ক্লাস, ভিডিও লেসন, মডেল টেস্ট, গেমিফায়েড লার্নিং – সবকিছু এক জায়গায়, সহজে আর সুলভে।

আমাদের গল্প একটাই: প্রযুক্তির শক্তিতে মাদ্রাসা শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবের পথে এগিয়ে নেওয়া।

ভিশন

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য দেশের শীর্ষ ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম হয়ে ওঠা, যা তাদের জ্ঞান, দক্ষতা ও মানবিক গুণে সমৃদ্ধ করবে।

মিশন

আমাদের লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে মানসম্মত, সুলভ ও সহজলভ্য শিক্ষা প্রদান করা। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করা। ধর্মীয় ও সাধারণ শিক্ষার মধ্যে ভারসাম্য তৈরি করে একটি সমন্বিত ও ভারসাম্যপূর্ণ ভবিষ্যত গড়ে তোলা।

MD Mainuddin Hassan

মো: মাঈনুদ্দীন হাসান একজন মেধাবী, পরিশ্রমী ও দূরদর্শী তরুণ উদ্যোক্তা। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যয়নরত।

প্রযুক্তির অভাবে দেশের হাজারো মাদ্রাসা শিক্ষার্থী এখনো মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত—এই উপলব্ধি থেকেই তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় Minar Academy—বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ই-লার্নিং প্ল্যাটফর্ম, যা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি।

তিনি একজন দক্ষ ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট ও এডুটেক ইনোভেটর। তাঁর নেতৃত্বে Minar Academy আজ পরিণত হয়েছে একটি আস্থাভাজন শিক্ষা প্ল্যাটফর্মে, যা মাদ্রাসার গণ্ডি পেরিয়ে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝেও জনপ্রিয় হয়ে উঠেছে।

আজ Minar Academy মানেই—স্মার্ট, সহজলভ্য ও ভবিষ্যতমুখী শিক্ষা।

“যেখানে প্রযুক্তি নেই, সেখানেই সীমাবদ্ধতা জন্ম নেয় Minar Academy-র মাধ্যমে আমি সেই সীমা ভাঙতে চেয়েছি— যাতে মাদ্রাসা শিক্ষার্থীরাও বিশ্বমানের কন্টেন্ট ও পদ্ধতিতে শিখতে পারে। শুধু জিপিএ নয়, তাদের মধ্যে গড়ে উঠুক আত্মবিশ্বাস, নৈতিকতা ও বিশ্লেষণী মন। আমার বিশ্বাস, এভাবেই তারা তৈরি হবে আগামী দিনের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে।”

MD Mainuddin Hassan

Founder & CEO of Minar Academy